আল ইহসান ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের আমিরাত সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস সন্ধান করছে জার্মানি। এর অংশ হিসেবে আমিরাতের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, জার্মানির আরডব্লিউই কোম্পানির কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের চুক্তি করেছে আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি।
চুক্তি অনুসারে, ২০২২ সালের শেষ দিকে আমিরাতের কোম্পানিটি এলএনজির প্রথম চালান সরবরাহ করবে। পরীক্ষামূলক কার্যক্রমে প্রাকৃতিক গ্যাস পৌঁছাবে জার্মানির ব্রুন্সবুয়েত্তেল বন্দরে।