সুনামগঞ্জ সংবাদদাতা:
র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দুর্গম হাওর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার ১১ উপজেলার বাসিন্দারা র্যাব ক্যাম্পের সেবা পাবেন। বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুনামগঞ্জকে সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত র্যাব কাজ করছে। সন্ত্রাস, মাদক ও চোরালানকারীদের বিরুদ্ধে র্যাব কঠোর অবস্থানে রয়েছে।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে র্যাব মহাপরিচালক এ কথা বলেন।