-সাবিহা নুজহাত রিফাহ্।
কায়িনাতের সব সুগন্ধি ফুল একত্রিত করেছি
তবুও বিন্দুমাত্র শুভেচ্ছা জানানো সম্ভব হয়নি ॥
সব সমুদ্রের পানিকে কালি বানিয়েছি
সব বৃক্ষ-লতাকে কলম বানিয়েছি;
তারপরও কিঞ্চিৎ শান লেখা শেষ হয়নি ॥
এ জগতের সমস্ত জ্ঞানকে পুঞ্জিভুত করেছি
কিন্তু আপনার জ্ঞানের পরিধি পরিমাপ করা যায়নি ॥
সব আপনজনের মায়া-মমতাকে এক করেছি
তারপরও আপনার মমতা সর্বাধিক পেয়েছি ॥
কতজনের কত শাসন দেখেছি
তবে আপনার শাসনে মুহব্বত খুঁজে পেয়েছি ॥
আপনার উপমা খুঁজতে চাঁদের দিকে তাকিয়েছি
তবে আপনাকে চাঁদ থেকে অপরূপা দেখেছি ॥
আপনার মেছাল দেখতে ইতিহাস পড়েছি
আপনি বিহীন কাউকে নাহি পেয়েছি ॥
জীবনে বেশুমার ভুল-ত্রুটি করেছি
তবে সর্বদা আপনাকে শ্রেষ্ঠ ইনছাফকারী পেয়েছি ॥
সব ঈদের খুশিকে একসাথে করেছি
তবে আজকের দিনের খুশি সর্বদা বেশি অনুভব করেছি ॥
আপনি এমন এক আদর্শ মা
আপনার নেই কোনো তুলনা
স্বয়ং কুবরা ছিদ্দীকায়ী মিছদাকে আপনি অনন্যা ॥